খ)উদ্ভিদ ও প্রাণিকোষের অংগানুঃ
*কোষপ্রাচীর
*প্রােটোপ্লাজম
*কোষঝিল্লি।
*প্লাস্টিড
*ক্লোরােপ্লাস্ট
*ক্রোমােপ্লাস্ট
*লিউকোপ্লাস্ট
*গলজি বস্তু
*কোষগহ্বর
*লাইসোজোম
প্রােটোপ্লাজমের মধ্যে ভাসমান গােলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াম কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। পরিণত কোষেদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গােলাকার তবে কখনও কখনও উপবৃাকার বা নলাকার হতে পারে। কোনাে কোনাে কোষেনিউক্লিয়াম থাকে না। একটি নিউক্লিয়ামপ্রধানত (১)নিউক্লিয়ার মেমব্রেন (২)নিউক্লিওপ্লাজম (৩) ক্রোমাটিন তওe) নিউক্লিওলাস নিয়ে গঠিত।
নিউক্লিয়ার মেমব্রেন : এটি নিউক্লিয়ামকে ঘিরে রাখে। এই আবরণী মাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ামের ভিতরের বস্তুগুলােকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরলশার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। |-নিউক্লিওপ্লাজম :নিউক্লিয়ামের ভিতরের তরল ও স্বচ্ছপদার্থটিই নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন ও নিউক্লিওলাম থাকে।
নিউক্লিওলাম:নিউক্লিয়ামের ভিতরে বিন্দুর ন্যায় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে,সেটিইনিউক্লিওলামা |-ক্রোমাটিনত:নিউক্লিয়ামের ভিতরে মুতার ন্যায় কুণ্ডলী পাকানাে বা খােলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছেতাই ক্রোমাটিন। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি যে কোনাে ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
0 Comments