Ticker

6/recent/ticker-posts

অষ্টম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ |



 ক এর উত্তর:

আমার দেখা পরিচিতি বিভিন্ন ধরনের অমেরুদন্ডী ও মেরুদন্ডী প্রাণীর মধ্যে চারটি প্রাণী হল পাখি আরশােলা, কেঁচো এবং কৃমি।

পাখি: পাখি কর্ডাটা পর্বের প্রাণী। শ্রেণি- পক্ষীকুল সাধারণ বৈশিষ্ট্য . দেহ পালক দ্বারা আবৃত

দুটি ডানা, দুটি পা ও একটি ঠোঁট আছে। . ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে।

উষ্ণ রক্তের প্রাণী। • হাড় শক্ত হালকা ও ফাঁপা। আরশােলা: আরশােলা আর্থোপােডা পর্বের প্রাণী। সাধারণ বৈশিষ্ট্য • দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। • নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।। • মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও এন্টেনা থাকে। • দেহের রক্তপূর্ণ গহবর হিমােসিল নামে পরিচিত। কেঁচো: কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। সাধারণ বৈশিষ্ট্য : • দেহ নলাকার ও খন্ডিত। • নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

• প্রতিটি খণ্ডে সিটা থাকে। এর সাহায্যে চলাচল করে। কৃমি: কৃমি হলাে নেমাটোডা পর্বের প্রাণী। সাধারণ বৈশিষ্ট্য . দেহনলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। • পৌষ্টিকনালি সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। • শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। . সাধারণত একলিঙ্গ বিশিষ্ট। • দেহ গহবর অনাবৃত ও প্রকৃত সিলােম নাই।




Post a Comment

0 Comments