আগামী বছর আসছে "ওলিড প্রযুক্তির" ডিসপ্লে ফোনতথ্য ও প্রযুক্তিঃ ভাঁজকরা যায় এমন স্মার্টফোন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। নমনীয় ডিসপ্লের ফোন তৈরিতে শীর্ষ উদ্যোগ
স্যামসাংয়ের। প্রতিষ্ঠানটি গত বছর নমনীয় ডিসপ্লের ভাঁজকরা স্মার্টফোনের কনসেপ্ট প্রদর্শন করে। সেই কনসেপ্ট বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ২০১৭ সালে অনুষ্ঠিত মোবাইল ওয়াল্ড কংগ্রেসে স্যামসাং তাদের এই ভাঁজযোগ্য নমনীয় ডিসপ্লের ফোন প্রদর্শন করবে বলে খবর পাওয়া গেছে।
ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং ২০১৭ সালে মোড়ানো যায় এমন ডিসপ্লে বাজারে ছাড়বে। এজন্য প্রতিষ্ঠানটি ভাঁজকরা ও নমনীয় ডিসপ্লে ফোন তৈরিতে ব্যস্ত। এই ফোন অবমু্ক্ত করা হবে স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়াল্ড কংগ্রেসে।
ব্লুমবার্গের তথ্য মতে, স্যামসাংয়ের এই ফোনটি হবে ৮ ইঞ্চি ডিসপ্লের। এটি ভাঁজ করা অবস্থায় ফোনের আকারে থাকবে। খুললে হবে ট্যাবলেট। এই ফোনের ডিসপ্লেতে ওলিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে হবে ফোরকে মানের।
0 Comments